স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে কেক কেটে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ধুনট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ধুনট উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মুহিত চাঁন, সাংস্কৃতিক সম্পাদক শাহাদত হোসেন, সহসম্পাদক সুজন শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক শাহ আলম জীবন, সদস্য মাইন, সবুজ, পৌর শ্রমিকলীগ সভাপতি ফরহাদ হোসেন, চৌকিবাড়ী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শামীম ভূইয়া, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, শ্রমিকলীগ নেতা জুয়েল প্রমূখ।