স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ড্রাইভিং শিখতে না দেওয়ায় আব্দুল্লাহ আল রাফি (১৭) নামে এক গার্মেন্টস শ্রমিক বিষপানে আত্মহত্যা করছে। শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবক আব্দুল্লাহ আল রাফি ধুনট সদর ইউনিয়নের চান্দারপাড়া গ্রামের আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল রাফি জীবিকার তাগিদে ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরি করতো। সম্প্রতি সে নিজ বাড়িতে ফিরে এসে তার বাবার কাছে ড্রাইভিং শেখার অনুমতি চায়। কিন্তু তার বাবা ও পরিবারের লোকজন তাকে ড্রাইভিং শেখার অনুমতি না দেয়ায় সে ক্ষুদ্ধ হয়। একপর্যায়ে শুক্রবার সকাল ৯টার রাফি তার ঘরে থাকা বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে রাত মৃত্যু হয়।
এবিষয়ে ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, ড্রাইভিং শিখতে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করেই আব্দুল্লাহ আল রাফি বিষ পান করেছে। তার মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।