স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন যুবলীগের ১,২ ও ৪নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে গোপালনগর মহিশুরা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
গোপালনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কফিল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহসম্পাদক প্রভাষক আশরাফুল আলম জয়, সহসম্পাদক আলম ফকির, যুবলীগ নেতা এ্যাড. কামরুল ইসলাম শাহীন, অমৃত কুমার লিটন, নবীন হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রাসেল তালুকদার, শাহীন আলম, আসাদুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ১নং ওয়ার্ড যুবলীগে মজনু শেখ সভাপতি, আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক ও রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ২নং ওয়ার্ডে গৌতম সরকার সভাপতি, জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, সোহাগ হোসেন সাংগঠনিক সম্পাদক এবং ৪নং ওয়ার্ডে আব্দুল বারী রঞ্জু সভাপতি, নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ও আলী আকবর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।