স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার উন্নয়ন, সমস্যা, প্রতিকার ও নিরসনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাবিল ফারাবি, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, চিকাশী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল প্রমূখ।