স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে টিএমএসএস এর কৈশোর কর্মসূচির আওতায় চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের কিশোর-কিশোরী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, টিএমএসএস এর ধুনট শাখার ম্যানেজার আমিনুর রহমান, কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার মোছা: মেরিনা জামান, সহকারী শিক্ষক নজমুল কাদের, জাকিয়া সুলতানা, খায়রুল হাসান, বনি আমিন, আজমিয়ারা খাতুন প্রমূখ।