স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে হিমেল স্মৃতি সংঘ ক্লাব এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোসাইবাড়ি এ,এ উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে গোসাইবাড়ীকে ০-১ গোলে হারিয়ে ভান্ডারবাড়ী বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
গোসাইবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান, ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ভান্ডারবাড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।