বগুড়া কারাগারের ড্রেন থেকে কারারক্ষীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা কারাগারের পাশের ড্রেন থেকে একরামুল হক (৪৫) নামে এক কারারক্ষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত একরামুল হক নওগাঁ জেলার বদলগাছী এলাকার বাসিন্দা।

বগুড়ার জেল সুপার ফরিদুর রহমান রুবেল জানান, দুই নাম্বার গেটে বুধবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত ডিউটি ছিল একরামুলের। এরপরের শিফটের ডিউটি ছিল মামুনের। কিন্তু তিনি ডিউটিতে যায়নি। পরে বিষয়টি জানার জন্য খোঁজ নেয়া হয়। তখন মামুন নিজের অসুস্থতার কথা বললে আরেক জনকে সেখানে পাঠিয়েছিল। এরপর বৃহস্পতিবার দুই নাম্বার গেটের সামনে কালভার্টের নিচে ড্রেনে উপুড় হয়ে থাকা একরামুলের মরদেহ দেখতে পাওয়া যায়।

জেল সুপার ফরিদুর রহমান আরো জানান, নিখোঁজের বিষয়টি কারারক্ষী মামনুই প্রথম জানায়। আর কালভার্টের সামনের ড্রেনের উপর দিয়ে ঝোপঝাড় থাকায় প্রথমে আমরা কেউ খেয়াল করিনি। পরবর্তীতে পরিচ্ছন্নকর্মী একরামুলের বুট জুতা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। নিহত একরামুলের মাথার পিছনে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। সেখান থেকে রক্তও বের হচ্ছিল।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, খবর পেয়ে কারারক্ষীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।