বগুড়ায় ধান ক্ষেত থেকে সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার গাবতলীতে নিখোঁজের পর ধানক্ষেত থেকে নাজমুল হক (৩২) নামে এক সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২২ অক্টোবর) দুপুরে পুলিশ ওই সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিহত সিএনজি চালক নাজমুল হক বগুড়া জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

জানাগেছে, গত ২০ অক্টোবর জুম্মার নামাজ শেষে বাড়ী থেকে বের হয় সিএনজি চালক নাজমুল হক। এরপর তিনি আর বাড়ী ফেরেনি। নাজমুল হককে অনেক খোঁজাখুজি ও মাইকিং করেও খুঁজে পায়নি তার পরিবার।

নিহতের বাবা-মা ও আত্বীয়-স্বজনরা বলেন, নাজমুলের মোবাইল ফোনটাও বন্ধ ছিল। এদিকে নিখোঁজের তিনদিন পর রবিবার সকালে জনৈক ব্যক্তি হাতিবান্ধা শান্তির মোড় এলাকার ধান ক্ষেতে ঘাস কাটতে গিয়ে লাশের গন্ধ পায়। এরপর খবর পেয়ে নাজমুলের পরিবারের লোকজন লাশ সনাক্ত করে গাবতলী মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্খলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে নিহত নাজমুলের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধান ক্ষেতে মৃতদেহ ফেলে রেখে গেছে।

তবে এব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, নাজমুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং হত্যাকারীদের সনাক্ত করতে পুলিশের একটি চৌকস টিম কাজ করছে।