স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার ৩৯টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। রবিবার ও সোমবার পৃথকভাবে এসব অনুদান মন্দিরে মন্দিরে পৌঁছে দেন এমপি হাবিবর রহমান ও তার ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
এসময় উপস্থিত ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান, ফরিদুল ইসলাম, আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, রানাউল আমিন, সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, পৌর কাউন্সিলর রনজু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাবেক সভাপতি জাকারিয়া খন্দকার সহ পূজা উদযাপন পরিষদ, আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।