স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় পূজামণ্ডপে দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার পর আশা রানী মোহন্ত (২৮) নামে এক আনসার সদস্যাকে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার গভীর রাতে শিবগঞ্জ পৌরসভার বানাইল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই নারী আনসার সদস্য বানাইল এলাকার মুদি দোকানদার ভজন কুমার মোহন্তের স্ত্রী।
নিহত আশা রানীর শাশুড়ি সুপ্রীতি রানী মোহন্ত জানান, আমার ছেলের বউ বানাইল উত্তরপাড়া সর্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। সোমবার রাত ১২টার দিকে পূজামণ্ডপ থেকে দায়িত্ব পালন করে পোশাক পরিবর্তন করতে বাড়িতে যায়। এসময় আমি পূজা মন্ডপে এবং আমার ছেলে দোকানে ছিল। পরে বাড়ি ফিরে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা খুলে আশা রানীকে সোফার উপর পড়ে থাকতে দেখতে পাই। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, মৃতদেহের মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি জিনসের প্যান্ট ও কামিজ পরা অবস্থায় ছিলেন। একা পেয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এতে জড়িত এবিষয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।