বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ইমরান (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ পৌর এলাকার বেলগাড়ী গ্রামে। নিহত ইমরান বগুড়া শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।

নিহতর ছোট ভাই ইনছান আলী বলেন, আমি এবং আমার বড় ভাই বাড়ির পার্শ্বে পুকুরে সাবমারসিবল পাম্প দিয়ে সেচ দেই। মাছ ধরার একপর্যায়ে বিকাল ৩টায় আমার ভাই অসাবধানতাবসত পুকুরের পানি সেচ এর সাব মারসিবল পাম্প এর বৈদ্যুতিক তারে এ জড়িয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।