স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় সিএনজি চালক নাজমুল (৩৫) কে হত্যার পর মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী রকি (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৫ অক্টোবর) গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামী রকি (৩৪) বগুড়া জেলার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের হারুনের ছেলে।
র্যাব জানায়, গত ২২ অক্টোবর বগুড়া জেলার গাবতলী থানাধীন দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামে সিএনজি চালক নাজমুল (৩৫) কে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রেখে যায়। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বগুড়া জেলার গাবতলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, প্রায় এক বছর পূর্বে নিহতের স্ত্রীর এক ফুফাত ভাইয়ের মেয়েকে ধর্ষণ সংক্রান্তে বগুড়া সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়। ওই মামলায় তার স্বামী নাজমুল বিভিন্ন সময়ে ধর্ষণ মামলার বাদীকে সিএনজি করে বগুড়া কোর্টে আনা নেওয়া করত। উক্ত ধর্ষণ মামলার আসামী উজ্জল ও রকি তার স্বামী নাজমুলকে ওই ধর্ষণ মামলাটি আপোষ-মিমাংসা করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। তার স্বামী নাজমুল তাদের কথায় রাজি না হওয়ায় তারা খুন ও জখমের হুমকি দিয়ে আসছিল। তাদের হুমকিতে তার স্বামী নাজমুল প্রায় ৩ মাস আগে থেকে সিএনজি চালানো বাদ দেয় এবং মানসিকভাবে ভেঙ্গে পড়ে। তার স্বামী নাজমুল প্রায় সময়ই ভীত হয়ে বলত “উজ্জল ও রকি লোকজন দিয়ে তাকে মেরে ফেলবে। তুমি আমার ছেলে-মেয়েকে দেখে রেখ।”
এমতাবস্থায় গত ২২ অক্টোবর বগুড়া জেলার গাবতলী থানাধীন দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে সিএনজি চালক নাজমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে হত্যা মামলার আসামী বগুড়া জেলার কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়ন এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র্যাব-১২, বগুড়া এর অভিযানে হত্যা মামলার আসামী রকিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বগুড়া জেলার গাবতলী থানার মাধ্যমে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।