শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৩ হাজার ৩০০ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিস সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হানিফ, কৃষি সম্প্রসারণ অফিসার শায়লা আফরোজা সেতু, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, আবু বক্কর সিদ্দিক, এমরান আলী , শহিদুল ইসলাম প্রমুখ।