স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রাধানগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেন্সিডিলসহ সরোয়ার হোসেন ছারোয়াল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সরোয়ার হোসেন ছারোয়াল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আওলাই ইউনিয়নের পানিয়াল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
র্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার র্যাব-১২, সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রাধানগর গ্রামস্থ ময়দা মিলের সামনে বগুড়া টু পাবনাগামী পাঁকা রাস্তায়”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১২৭ বোতল ফেন্সিডিলসহ সরোয়ার হোসেন ছারোয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।