বগুড়ায় পৃথক অভিযানে ২ কেজি গাঁজা সহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন লক্ষীকোলা দহপাড়া এলাকার মৃত দুলাল সরকারের মেয়ে সুমানা আক্তার সাথী (৩২) এবং লালমনিরহাট জেলা সদর থানাধনি পূর্ব কালমাটি ইউনিয়নের খনিয়াগাছমন্ডলপাড়া এলাকার ফজলু প্রামানিকের ছেলে সায়েদুল ইসলাম (২৫)।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমানা আক্তার সাথীকে ১ কেজি গাঁজা সহ এবং সায়েদুল ইসলামকে আরো ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় থানায় সোপর্দ করা হয়েছে।