সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাদ্দাম হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৭ অক্টোবর) উল্লাপাড়া থানাধীন ৯নং ওয়ার্ডের নওকৈড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন উল্লাপাড়া থানাধীন নওকৈর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উল্লাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।