স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মজিদ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল মজিদ ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর পূর্বপাড়া এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে।
ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, গ্রেফতারকৃত আব্দুল মজিদ বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে এনে মথুরাপুর ও গোপালনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর ঈদগাহ মাঠের সামনের রাস্তা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।