স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় পুলিশের অভিযানে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় ১৬ জন, শিবগঞ্জে ১ জন ও সোনাতলার ১ জন রয়েছেন। তবে এই গ্রেপ্তারের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে বগুড়া রেলস্টেশন থেকে ১৬ জনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের মধ্যে থেকে দুই জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ১৪ জন চলতি বছরের ১৮ জুলাইয়ে বগুড়ায় বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল ওহাব (৬০), আব্দুস সালাম (৩০), সবুজ (৩৭), বিতান (৪৮), মিলন (৪৭), আশরাফুল (৩৬), লিখিত (৩৫), শ্যামল (৪০), শাহে আলম (২৩), রাসেল (২৭), হান্নান (৫৫), রাকিব (৫৫) , হাকিম (৪০) ও মাসুদ রানা (৩২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সবাই ট্রেনে চড়ে ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে এদের দলীয় পদপদবি জানাতে পারেননি পুলিশ। শুধু জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ৭ জন, যুবদলের ৫ জন, স্বেচ্ছাসেবকদলের ও ছাত্রদলের ১ জন নেতাকর্মী আছেন।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজার হাসান বলেন, রেলস্টেশন থেকে শুক্রবার রাতে ১৬ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ১৪ জন ব্যক্তি বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার মামলার আসামি ছিলেন। তাদেরকে বগুড়া সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে শুক্রবার রাতে পুলিশের আরেক অভিযানে বগুড়া সদর এলাকা থেকে মিশু (৪০) ও রুবেল কাজী (৪২) নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকেও ১৮ জুলাইয়ে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া সোনাতলা থানা পুলিশ উপজেলার ভাকুন্দাপাড়াতে অভিযান চালিয়ে রেজাউল করিম (৪২) নামে আরো এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি ২০২৩ সালে করা বিশেষ ক্ষমতা আইনের মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।
এছাড়াও শিবগঞ্জ উপজেলার নাহারুল ইসলাম (৪১) নামে আরো এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চলতি বছরের শিবগঞ্জের এক নাশকতার মামলার আসামি ছিলেন।
এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপির নেতাকর্মী। তাদেরকে শনিবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।