স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার ধুনটে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিকেলে ধুনট জিরোপয়েন্ট এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও শরিফুল ইসলাম খান।
এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র এজিএম বাদশাহ, সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী পোদ্দার সহ বিভিন্ন ইউনিয়ন আ‘লীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।