বগুড়ায় বিএনপি-জামায়াতের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় এপর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জাতীয় শ্রমিকলীগ নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।

ওই মামলায় গ্রেপ্তারকৃতরা হলো- নন্দীগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিঞা (৪৬), ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি যোবায়ের আহম্মেদ রাজা (৩৪), সদস্য আশরাফুল ইসলাম (৩৮), বিএনপি নেতা আলমগীর হোসেন (৪৫), জিয়াউল হক (৩৬) ও ফুলবর রহমান (৪৫)।

জানা গেছে, শনিবার (২৮ অক্টোবর) বিকালে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। রাতে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় বিএনপির ৪ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন জাতীয় শ্রমিকলীগ নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত রহমান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরে ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।