বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কাজিপুরে আ’লীগের বিক্ষোভ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। ঢাকায় সমাবেশের নামে পুলিশকে হত্যা, ককটেল নিক্ষেপ ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

রোববার কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

এতে আরো অংশ নেন কাজিজুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, লুৎফর রহমান মুকুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শওকত আকবর, উপজেলা কৃষক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা বিএসসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উ-ল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মাষ্টার প্রমূখ।