স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় বিস্ফোরন ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় এবার গ্রেফতার হয়েছেন চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃত বিএনপি নেতা আবুল কালাম আজাদ চিকাশী ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া এলাকার মৃত গোলাম রহমানের ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের ২৩ নভেম্বর ধুনট হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় বিস্ফোরন ও নাশকতার ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় পলাতক ছিলেন চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার রাতে (২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, সম্প্রতি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে কোন নাশকতার ঘটনা ঘটেনি এই উপজেলায়। তবে বৃহস্পতিবার পূর্বের একটি নাশকতার মামলার পলাতক আসামী হিসেবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।