নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা
বগুড়ার নন্দীগ্রামে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় হারুন অর রশিদ (৪৫) নামে এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। নিহত ওই প্রবাসী নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, হারুন অর রশিদ সৌদিতে একটি কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় অসুস্থ হন। সেখানকার কোম্পানি কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। ওই প্রবাসী বাড়িতে এসে ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে পরিবারের সবার অজান্তে কাঁঠাল গাছের ডালের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রবাসী হারুন।
এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির সামনে কাঁঠাল গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।