বগুড়ার নির্মানাধীন হাইওয়ে রাস্তায় পানি দেয়া গাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
অবরোধের ২য় দিনে বগুড়ার নির্মাণাধীন হাইওয়ে রাস্তায় পানি দেয়ার কাজে নিয়োজিত একটি পানিবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। সোমবার সকাল ১১ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাড়ির চালক হাফিজুর রহমান গাজী জানান, সিপিসিএল কোম্পানির গাড়িটি (ঢাকা মেট্রো-ড ১১-০৩৩৮) নির্মাণাধীন হাইওয়ে ফোর লেন রাস্তায় পানি দেওয়ার কাজ করছিলো। আমরা গাড়িতে ৪ জন ছিলাম। এসময় প্রায় ২০ জন যুবক এসে আমাদের গাড়ি থেকে নামতে বলে। এরপর আমরা গাড়ি থেকে নামার পর তারা গাড়িতে কিছু একটা ছুড়ে দেয়। ফলে বিকট শব্দে গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।

এবিষয়ে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, কিছু যুবক একটি পানিবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।