স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বিএনপি জামায়াতের নারী ও শিশুর উপর আগুন সন্ত্রাস ও নিশংস বর্বরতার প্রতিবাদে বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।
বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি বেগম, শিল্পী খাতুন, যুগ্মসাধারণ সম্পাদক কোহিনুর বেগম, রওশন আরা রেখা, নাজমা, পারভীন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুম্পা, বিলাসী রানী, শিরীন সুলতানা, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, ছন্দ, প্রচার সম্পাদক শারমিন্দ খান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক হাসনা আক্তার স্মৃতি, মা ও শিশু বিষয়ক সম্পাদক স্বপ্না চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তাহমিনা রেশমি ও পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসিসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।