স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে যমুনা নদীর বাঁধ কেটে দিয়ে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে যখন যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল, তখন বিএনপির তৎকালীন স্থানীয় এমপি জিএম সিরাজ তাদের লোকজনের মাধ্যমে বাঁধ কেটে দিয়ে এলাকা প্লাবিত করেছিল। পরবর্তীতে তারা বরাদ্দ ও সহায্য নিয়ে এসে সেটা লুটপাট করে খেয়েছিল। এটাই হচ্ছে বিএনপি আসল চরিত্র বলেও আখ্যা দেন তিনি।
এমপি হাবিব বলেন, বিএনপি সব সময়ই সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি করেছে। তাই এজন্যই জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যখ্যান করেছে। বিএনপির কোন হরতাল অবরোধে জনগণের কোন সাড়া নেই। তাই দেশের উন্নয়নের স্বার্থে বিএনপি-জামায়াতের সকল সড়যন্ত্র প্রতিহত করতে হবে।
গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান নান্টুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরিফুল ইসলাম খান, ফরিদুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলজার হোসেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, এলাঙ্গীর সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, আ’লীগ নেতা জয়নাল আবেদীন, শাহাদত হোসেন, সিরাজুল হক লিটন, প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আতিকুর রহমান, সাবেক জিএস ফেরদৌস আলম শ্যামল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম সহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।