স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ধুনট বাসষ্ট্যান্ড এলাকার একটি পরিত্যাক্ত জায়গা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৩৫ বছর। তার শরীরে কোন কাপড় না থাকলেও লাল রংয়ের পায়জামা পরিহিত ছিল সে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা শিক্ষক হাসান খসরু খান নুপুর বলেন, সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরের দিকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় এসে শুয়ে পড়ে। পরে বিকেলের দিকে স্থানীয় লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি অসুস্থতা জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। এপর্যন্ত ওই ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে তার কোন পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের প্রস্তুতি নেয়া হবে।