স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি মধ্যপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
এবিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কামরুল ইসলাম তার নিজ বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট প্যাকেটজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কামরুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৫টি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।