ধুনট আওয়ামীলীগ নেতা ভাইস চেয়ারম্যানকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলমকে (৫২) ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধুনট হাসপাতাল সড়কের ডাক বাংলার সামনে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ নভেম্বর) এরিপোর্ট লেখা পর্যন্ত ধুনট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আ’লীগ নেতা ভাইস চেয়ারম্যান মহসীন আলম বলেন, ইউনিয়ন আ’লীগের সমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় অংশ নিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধুনট হাসপাতাল সড়ক দিয়ে এমপি হাবিবর রহমানের ভবনের দিকে যাচ্ছিলাম। এসময় ডাক বাংলার সামনে পৌঁছালে পিছন থেকে একটি চলন্ত মোটরসাইকেলে দুই যুবক এসে আমার পিঠে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এঘটনায় আজকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এবিষয়ে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি বলেন, আ’লীগ নেতার উপর হামলার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, আ’লীগ নেতা ভাইস চেয়ারম্যানের উপর হামলাকারীদের দ্রুত সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।