র‌্যাবের অভিযানে ৫৭৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম হেরোইনসহ জাকারিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোর রাতে সলঙ্গা থানাধীন রামারচর এলাকার নিউ রুপালী হোটেলের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাকারিয়া চাঁপাইনবাগঞ্জ জেলা সদরের ছাবানিয়া এলাকার এনামুল হকের ছেলে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।