সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু’র নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে কঠোর অবস্থান নেয় নেতাকর্মীরা।
দিনব্যাপি মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলা সদর, মহাসড়কের মোকামতলা, মহাস্থান, রহবল, চন্ডিহারা ও কিচক, আমতলী বন্দরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। এর ফলে শিবগঞ্জ উপজেলায় অবরোধের কোর প্রভাব পড়েনি। স্বাভাবিক দিলগুলোর মতই ছিলো জন সাধারণের চলাচল, রাস্তায় যানবাহান, সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যান নির্বিঘ্নে চলাচল করছে ও এর পাশাপাশি অফিস আদালত ও দোকানপাটও খোলা ছিল।
হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন, ছাত্রলীগ নেতা আবু নাঈম, বায়জিদ, শাকিল, লিটন, সুমন সহ দলীয় নেতাকর্মীরা।