বগুড়ায় বিএনপির অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বিএনপি-জামায়াত ও সমমনা দলের পঞ্চম দফায় অবরোধের দ্বিতীয় দিনের অবরোধে বগুড়ায় কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে বগুড়া সদরের এরুলিয়া ও ঘুনিয়াতলায় এসব ঘটনা ঘটে।

জানাগেছে, বগুড়া সদরের ঘুনিয়াতলা এলাকায় দুর্বৃত্তরা দুগ্ধ বহনকারী একটি লরিতে আগুন ধরিয়ে দেন। এছাড়া বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় দুটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এছাড়া অবরোধের সমর্থনে বগুড়া-নাটোর মহাসড়কের তিনমাথা, নওগাঁ-বগুড়া মহাসড়ক এবং বগুড়া ২য় বাইপাস মহাসড়ক অবরোধ করে ভোর থেকে বিক্ষোভ করছে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দূরপাল্লার বাস চলাচল না করলেও পণ্যবাহী যানবাহন চলাচলা করছে পুলিশের সহায়তায়। জনজীবন স্বাভাবিক রাখতে বগুড়া প্রতিটি রাস্তার মোড়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তবে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। খুব দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করা হবে।