বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া পুলিশ সুপারের বাংলো এবং কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে পৃথক এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং বাংলোর গেইটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি