বগুড়ার শেরপুরে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:’
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার ৫ জনকে আটক করে বগুড়ার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলো- মামলার প্রধান আসামী শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকন (৩৭), গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর উত্তরপাড়ার জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৪৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাটখোলা গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খোকা (৪৫), বিশালপুর ইউনিয়নের পানিসারা নতুন-পাড়ার বিএনপি কর্মী রেজাউল করিম (৪৩) এবং সীমাবাড়ি ইউনিয়নের সেনবামুনিয়া গ্রামের বিএনপি কর্মী আলী রেজওয়ান (৬০)।

শেরপুর থানার উপ-পরিদর্শক রামজীবন ভৌমিক জানান, সোমবার রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় দুটি ট্রাক থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্তরা। পরদিন মঙ্গলবার থানার উপ-পরিদর্শক এসআই শাহাদত হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুটি ট্রাক আগুনে পোড়ানোর মামলায় বিএনপির ১৫জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/১০০জনকে আসামী করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামীদেরও আটকের চেষ্টা করা হচ্ছে।