কাজিপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির শপথ গ্রহণ ও দুর্নীতি প্রতিরোধে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত, রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম সাহা প্রমুখ।