বগুড়া-২ আসনের সংসদ নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগমের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দূর্বৃত্তরা। শনিবার বিকালে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম বলেন, আমাকে নির্বাচন থেকে সড়ে দেওয়ার জন্য দূর্বৃত্তরা আমার বাসায় ককটেল বিস্ফোরণ করেছেন। আমাকে ভয়-ভীতি দেখিয়ে লাভ হবে না। আমি নির্বাচনে অংশ গ্রহণ করবোই। তিনি আরো বলেন, আমার প্রতিবেশীরা এবং আমি জানিই না যে, আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে কিন্তু গণমাধ্যমে আমার কুশপুত্তলিকা নিয়ে মিছিলের ছবি দিয়ে ও আমার বাড়িতে বোমা হামলা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য।

কৃষক সিরাজুল ইসলাম বলেন, শনিবার বিকালে ৩টায় তার সরিষার জমি দেখতে এসে জমির পার্শ্বে অবিস্ফোরিত ককটেল দেখতে পান তিনি। তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে বিকট শব্দও তিনি শুনেছেন। প্রতিবেশীরাও বিকট শব্দ শুনেছেন বলেন জানিয়েছেন। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

তবে এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।