বগুড়ায় লক্ষাধিক টাকা নিয়ে উধাও মাদ্রাসার হিসাব রক্ষক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক মহিলা মাদ্রাসার লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠছে মাদ্রাসার হিসাব রক্ষক সোহেল রানা বিরুদ্ধে।

জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে হিসাব রক্ষক সাহেল রানা অফিস কক্ষের টেবিলের ড্রয়ের থাকা লক্ষাধিক টাকা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই মাদ্রাসার পক্ষ থেকে তার সন্ধান না পাওয়ায় মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে ওই মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম বলেন, হিসাব রক্ষক সাহেল রানা মাদ্রাসার শিক্ষার্থীদের ফরম পুরনের লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।