স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুকে সংবর্ধনা প্রদান করেছে ধুনট উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার দুপুরে ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির সদস্য মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, শেরপুর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. ফারুক হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান, বাহাদুর আলী, মথুরাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, আ’লীগ নেতা আহসান হাবিব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন সহ ১০টি ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।