বগুড়ার ৭ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৮৯ প্রার্থী

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বগুড়ায় ৮৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩৬ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে লড়াই করবেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। তবে এই দিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়ার সাতটি আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানাযায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়নপত্র তুলেছিলেন ১২ জন। সবাই মনোনয়নপত্র জমা দেন। দাখিলকৃতের মধ্যে ৫ জনই স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে শাহজাদী আলম লিপি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জমা দেন ১০ জন। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র প্রার্থী। বেলাল হোসেন নামে একজন আওয়ামী লীগের স্বতন্ত্র হিসেবে মনোনয়ন তুললেও শেষ মুহুর্তে জমা দেননি। তবে শেষ দিনে বাংলাদেশ কংগ্রেস থেকে মো. মনছুর রহমান অনলাইনে মনোনয়ন জমা দেন। এ নিয়ে মোট ১০ জন প্রার্থী ভোটের মাঠে নামছেন।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে ৭ জনই স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে অজয় কুমার সরকার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অনলাইনসহ মনোনয়নপত্র জমা পড়েছে ১০ জন প্রার্থীর। যদিও মনোনয়নপত্র নিয়েছিলেন ১২ জন। এর মধ্যে তিন জন স্বতন্ত্র প্রার্থী শেষ মুহুর্তে মনোনয়ন জমা দেননি।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনটিতে আ’লীগের কোন স্বতন্ত্র প্রার্থী নেই।

বগুড়া-৬ আসনে ৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দেননি। আর ৮জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ২৭ জন নির্বাচন করার জন্য মনোনয়ন নিয়েছিলেন। মনোনয়ন জমা দেন ২৫ জন। এর মধ্যে স্বতন্ত্র আছেন ১৬ জন।