স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি মেলা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ধুনট শহরের সোনামূখী রোডে অবস্থিত ওই স্কুলে ভর্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাংবাদিক অপূর্ণ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
স্কুলের সহকারী শিক্ষিকা নুসরাত জাহান নিসার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের ২য় শাখার প্রধান শিক্ষক আব্দুল হালিম, ১ম শাখার প্রধান শিক্ষক মনজুর রহমান, ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান ও সাংবাদিক জাহিদুল ইসলাম।