আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
গত ২৯ নভেম্বর কাজিপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ানকে অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করে দূর্বৃত্তরা। পরবর্তীতে পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটে।
এতে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে কাজিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দীন ও পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সোহাগকে।
শনিবার (২ ডিসেম্বর) কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল ১০টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এতথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আলম কাজল।