স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
ফেসবুক লাইভে কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যটি ছিল ভুল এবং অন্যের প্ররোচনায় করেছেন বলে জানিয়েছেন সাদিয়া আফরিন সপ্না নামে এক নারী।
রবিবার (৩ ডিসেম্বর) লিখিত ও ভিডিও স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে একথা জানিয়েছেন যুবলীগ নেতার বিরুদ্ধে ফেসবুক লাইভে বক্তব্য দেয়া ওই নারী।
লিখিত বক্তব্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ভেটুয়া জগন্নথপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে সাদিয়া আফরিন সপ্না বলেন, ‘আমি ভুল বুঝিয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গত ১ ডিসেম্বর ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে অন্যের প্ররোচনায় কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করি। যা পরবর্তীতে কিছু অতি উৎসাহী সংবাদকর্মী ফেসবুকের মাধ্যমে ফলাও করে প্রচার করে। পরবর্তীতে আমি নিজের ভুল বুঝতে পেরে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করলাম’।