আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর) জাকের পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিমের মনোনয়নপত্র বৈধ। কিন্তু কিছু পত্রিকা মনোনয়ন বাতিল বলে সংবাদ প্রকাশ করায় নিন্দা ও দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন জাকের পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিম।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকের পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিম বলেন, প্রকৃত তথ্য নির্ভরযোগ্য সূত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে আমাকে বিড়ম্বনায় পড়তে হতো না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাকের পার্টির কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক বকুল মিয়া, সাবেক মেম্বার আমির হোসেন প্রমূখ।