চরমপন্থী দলের সদস্য আটক

জেমস আব্দুর রহিম রানা, অনুসন্ধানবার্তা:
যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে ৪জন কথিত চরমপন্থীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি বোমা ও দুই কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম মণিরামপুর কুলটিয়া ও মহিষদিয়া গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এঘটনায় মণিরামপুর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

আটককৃতরা হলো: অভয়নগর উপজেলার ডহরমশিহাটি গ্রামের অমিতাভ বিশ্বাস, মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল, নেহালপুর গ্রামের জাহিদ হাসান ও মহিষদিয়ার প্রান্তধর।

এবিষয়ে যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, চরমপন্থী সংগঠনের সদস্য পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি সহ নানা ধরণের অপরাধের সাথে জড়িত ছিল তারা।