স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কাজের প্রচারণা জনসাধারণের মাঝে তুলে ধরার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও বগুড়া-৫ সংসদীয় আসনের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আমান উল্লাহ আমান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ শামস্-উল আলম জয়, ধুনট উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রেজা, আহসান হাবিব, মোজাফ্ফর রহমান, সাবেক যুগ্ন সম্পাদক বাহাদুর আলী, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, ধুনট পৌর আ’লীগের যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান বিদ্যুৎ, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবিএস সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন সহ ১০টি ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।