
ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে নাছিম প্রামানিক (৩৫) নামে এক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নাছিম প্রামানিক (৩৫) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই ইউনিয়নের মানিক পোটল গ্রামের মৃত শহিদ প্রামানিকের ছেলে।
মামলাসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ^রঘাট এলাকার জনৈক ব্যক্তির মেয়ের সঙ্গে গত ১২ বছর আগে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই ইউনিয়নের মানিক পোটল গ্রামের মৃত শহিদ প্রামানিকের ছেলে নাছিম প্রামানিকের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১০ ও ৬ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত ৫ বছর আগে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় ওই নারী তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। এমতাবস্থায় গত ২ অক্টোবর ওই নারী তার স্বামীকে তালাক প্রদান করে। এরপর থেকেই স্বামী নাছিম প্রামানিক ওই নারীর নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও ইমোতে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে নাছিম প্রামানিক ওই নারীর নগ্ন ছবি ও ভিডিও ইন্টানেটের মাধ্যমে তার স্ত্রীর ছোট বোন ও চাচাতো ভাইয়ের মোবাইলের ইমো নম্বরে পাঠিয়ে দেয়।
এবিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম জানান, এক নারীর নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে ওই নারী তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।