স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিবসটি পালন উপলক্ষে ধুনট মডেল প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুনট মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক জুয়েল রানা, যুগ্ন সম্পাদক ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব এসএম ফজলে রাব্বি শুভ, দপ্তর সম্পাদক শাওন ইসলাম সুমন, কোষাধ্যক্ষ রবিউল হাসান, সাংস্কৃতিক সম্পাদক রিহানুল হক রিকো, কার্যনির্বাহী সদস্য ফিজু আকতার, শাহ আলম জীবন, রনজু আহমেদ প্রমূখ।