আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা স্বাধীনতা স্কয়ারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বরইতলা স্মৃতিসৌধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।