স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট পৌর এলাকায় হাসেম আলী (৩০) নামে এক শ্রমিকদল নেতা আত্মহত্যা করেছে। সোমবার বিকেল ৫টার দিকে নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী ধুনট পৌর এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে এবং সে ধুনট পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পেশায় একজন সেনেটারী মিস্ত্রী ছিলেন।
স্থানীয় লোকজন জানান, হাসেম আলী দীর্ঘদিন ধরে অর্থনৈতিক কারনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। গত কয়েকদিন আগে তার গর্ভবতী স্ত্রী বাবার বাড়িতে যায়। সোমবার দুপুরে সে স্বামীর বাড়িতে ফিরে আসে। কিন্তু ঘরে দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও স্বামীর কোন সাড়াশব্দ পায়নি স্ত্রী। তখন প্রতিবেশিদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে হাসেম আলীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্বজনেরা। পরে সংবাদ পেয়ে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তবে এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের দাবির প্রেক্ষিতে উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মৃতদেহ বিনাময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে।