স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধিনস্থ ৯ বীর (মেকানাইজড) কর্তৃক বগুড়ার ধুনট উপজেলার ৫৫০ জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মহসিন রেজা, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লে: কর্নেল মো: খালেকুজ্জামান, পিএসসি ও ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন সহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।